শ্যামাসুন্দরী খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করলেন বিএনপি
Published : ১১:২৭, ২৪ নভেম্বর ২০২৫
ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুরের শ্যামাসুন্দরী খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
গত ২৩ নভেম্বর রবিবার দুপুরে নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় ব্যক্তি উদ্যোগে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিএনপি নেতা হানিফুর রহমান সুজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, রংপুর নগরীর প্রাণ শ্যামাসুন্দরী খাল ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যার ফলে নগরীতে বেড়ে চলেছে মশার উপদ্রব। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়াও পরিবেশ দূষণ করছে শ্যামাসুন্দরী খাল।
তিনি বলেন, সমৃদ্ধ রংপুর গড়তে নির্বাচনী কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে শ্যামাসুন্দরী খালের সংস্কার। তারই অংশ হিসেবে শ্যামাসুন্দরী খালের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। সামু আরও বলেন, শ্যামাসুন্দরীকে বাঁচাতে আমাদের আগামী একশো বছরের একটি পরিকল্পনা রয়েছে।
রংপুর জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে ‘শ্যামাসুন্দরী উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কমিটি গঠন করা হবে। যেই কমিটির কাজ হবে আধুনিক রংপুর গড়তে শ্যামাসুন্দরী খালের প্রবাহ সচল ও পরিচ্ছন্ন খাল তৈরি করে চারপাশে শোভাবর্ধন করা।
এছাড়াও নগরবাসী যেন শ্যামাসুন্দরী খালের পাশ দিয়ে হাঁটাহাটি করতে পারেন সে ব্যবস্থা করা হবে। শ্যামাসুন্দরীর সংস্কার ও উন্নয়নের মাধ্যমে রংপুর নগরীর সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব। এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৭ জন শ্রমিক চেকপোস্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণের পর ভ্যান ও ট্রাকে করে তা সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছেন। পর্যায়ক্রমে নগরীর বুক চিরে বয়ে চলা খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
বিডি/এএন



































