অবিরাম বৃষ্টিতে নয়াদিল্লি প্লাবিত

Published : ১৪:৫৭, ১২ আগস্ট ২০২৫
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে শহরের পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রেড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ এবং নিজামউদ্দিন ফ্লাইওভারসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃষ্টি থেমে থেমে অথবা একটানা অব্যাহত থাকায় জনজীবন কঠিন হয়ে উঠেছে। এ অবস্থার কারণে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ২ শতাধিক ফ্লাইট বাতিল করেছে।
আবহাওয়া দফতর ভারতের আবহাওয়া সংস্থা (আইএমডি) জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েক দিন ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টির কারণে নয়াদিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে বজায় থাকবে।
দিল্লির বর্ষাকাল সাধারণত জুন ও জুলাই মাসে স্থায়ী হয়, তবে আগস্টে এত দীর্ঘ ও অবিরাম বৃষ্টি বিরল ঘটনা হিসেবে ধরা হচ্ছে। বৃষ্টির কারণে নগরীর যানজট বেড়ে গেছে এবং অনেক এলাকায় পানিবন্দি অবস্থার সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবন যাপনকে প্রভাবিত করেছে। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ জোরদার করেছে। বৃষ্টি অব্যাহত থাকায় আগামীদিনেও চলাচলে সতর্ক থাকতে স্থানীয়দের আহ্বান জানানো হয়েছে।