গাজায় মোতায়েন হবে যুক্তরাষ্ট্রের ২০০ সদস্যের বাহিনী

Published : ১১:১৪, ১০ অক্টোবর ২০২৫
গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। তবে দেশটি স্পষ্ট জানিয়েছে, কোনো মার্কিন সেনা সেখানে সরাসরি মোতায়েন করা হবে না।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, টাস্কফোর্সের এই ২০০ সেনা মূলত সহায়তামূলক ভূমিকায় থাকবে। টাস্কফোর্সে মিসর, কাতার, তুরস্ক এবং সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অংশ নেবেন।
বর্তমানে মিশরের পর্যটন শহর শারম আল শেখে গাজা যুদ্ধবিরতি নিয়ে চলছে উচ্চপর্যায়ের আলোচনা। আলোচনার তৃতীয় দিনে বুধবার হামাস ও ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই চুক্তিতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির পাশাপাশি দুই পক্ষ বন্দিবিনিময়ও করবে। এই সমঝোতার খবর ছড়িয়ে পড়তেই গাজায় দেখা দিয়েছে স্বস্তি ও উল্লাসের পরিবেশ। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির সম্ভাবনায় আনন্দে ভাসছে ইসরায়েলও।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে মাত্র দুই দফায় অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। বাকি সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
বিডি/এএন