গাজা যুদ্ধ ‘স্থায়ীভাবে শেষ’—মধ্যস্থতাকারীদের আশ্বাসে হামাস

Published : ১১:৪১, ১০ অক্টোবর ২০২৫
হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হায়া জানিয়েছেন, গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী দেশগুলো স্পষ্ট নিশ্চয়তা দিয়েছে। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মূল তাৎপর্য হলো—এই চুক্তি গাজা যুদ্ধের ‘স্থায়ী সমাপ্তি’। খবর দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আল-হায়া জানান, হামাস প্রতিনিধিদল দায়িত্বশীল মনোভাব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রথম ধাপের চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তৈরি করেছে। তিনি বলেন, হামাসের যোদ্ধারা যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে, তা ইতিহাসে নজিরবিহীন। “আমাদের যোদ্ধারা এমন এক যুদ্ধ লড়েছে, যা বিশ্ব আগে কখনো দেখেনি,” — বলেন আল-হায়া।
তিনি আরও জানান, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল সকল ফিলিস্তিনি নারী ও শিশুবন্দিকে মুক্তি দেবে। একইসঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং উভয় দিকেই খুলে দেওয়া হবে, যা দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল।
অন্যদিকে হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান আল-জাজিরাকে জানান, কোনো ফিলিস্তিনি জনগণ বা সংগঠন নিরস্ত্রীকরণের শর্ত কখনোই মেনে নেবে না। তিনি বলেন, “আমরা আমাদের আত্মরক্ষার অধিকার থেকে পিছু হটব না।”
এদিকে শুক্রবার গাজা যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভায় এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে তা গৃহীত হয়।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল উভয়পক্ষ। চুক্তি অনুমোদনের খবরে গাজায় নেমে এসেছে স্বস্তির নিঃশ্বাস। যুদ্ধবিধ্বস্ত মানুষের চোখে দেখা দিয়েছে আশার আলো। অন্যদিকে, ইসরাইলে জিম্মিদের পরিবারের সদস্যরা উল্লাসে ফেটে পড়েছেন এই অগ্রগতির খবর শুনে।
বিডি/এএন