নোবেল না পেলেও শান্তির পথে অটল থাকবেন ট্রাম্প: হোয়াইট হাউজ

নোবেল না পেলেও শান্তির পথে অটল থাকবেন ট্রাম্প: হোয়াইট হাউজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৩, ১০ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য উপেক্ষা করায় নোবেল কমিটির সমালোচনায় মুখর হয়েছে হোয়াইট হাউজ।

শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার আপোষহীন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পান। কিন্তু এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হোয়াইট হাউজ বলছে, নোবেল কমিটি “শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে।”

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান ও জীবন বাঁচানোর কাজে নিরলস ভূমিকা রাখছেন। তার হৃদয়ে মানবতার স্থান সবচেয়ে উঁচুতে। তিনি সেই মানুষ, যিনি নিজের ইচ্ছাশক্তি দিয়ে পর্বতও সরাতে পারেন। নোবেল কমিটি আজ প্রমাণ করেছে, তাদের কাছে রাজনীতি শান্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

এদিকে পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো এএফপিকে পাঠানো এক ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আমি অবাক!”
ভিডিওতে দেখা যায়, ভেনেজুয়েলার আরেক বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া তাকে ফোন করে অভিনন্দন জানাচ্ছেন। জবাবে গঞ্জালেজ বলেন, “আমরাও অবাক, তবে আনন্দিত।” এরপর ৫৮ বছর বয়সী মারিয়া বলেন, “এটা কি সত্যি? বিশ্বাসই করতে পারছি না।”

সরকারবিরোধী আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন মারিয়া কোরিনা। তাই পুরস্কার পাওয়ার পরও তিনি এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।

নোবেল কমিটির ভাষ্যমতে, ভেনেজুয়েলার জনগণকে গণতন্ত্র ও শান্তির পথে উদ্বুদ্ধ করা, একনায়কতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দেওয়া এবং মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্যই তাকে এবারের শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement