গাজায় মানবিক সহায়তায় ৩৪ মিলিয়ন ডলার দিচ্ছে জার্মানি

Published : ২১:৩৯, ১০ অক্টোবর ২০২৫
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে জার্মানি। দেশটি জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা হিসেবে ৩৪ মিলিয়ন ডলার দেবে তারা।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক বিবৃতিতে জানান, গাজার পুনর্গঠনে তাৎক্ষণিক সহায়তা হিসেবে তাদের সরকার ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।
মের্জ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, “আমরা গাজার জন্য মানবিক সহায়তায় ২৯ মিলিয়ন ইউরো বরাদ্দ করছি। পাশাপাশি, মিশরের সঙ্গে যৌথভাবে গাজার পুনর্গঠনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় জার্মানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গাজার মানুষের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়তা অব্যাহত রাখবে।
সূত্র: আল জাজিরা।
বিডি/এএন