অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনা, তিনজনের মৃত্যু

Published : ১২:০০, ১১ অক্টোবর ২০২৫
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ঘটেছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যেখানে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনজন। শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বিমানে থাকা তিন আরোহীর সবাই প্রাণ হারান।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের একপাশে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং সেটিকে ‘ক্রাইম সিন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB)। তারা বিমানটির যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া পরিস্থিতি এবং পাইলটের অভিজ্ঞতা—সবকিছুই খতিয়ে দেখছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বিডি/এএন