আমার সম্মানেই নোবেল নিয়েছেন মাচাদো: ট্রাম্প

Published : ১২:২৯, ১১ অক্টোবর ২০২৫
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি দাবি করেছেন, এ বছর নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নাকি ব্যক্তিগতভাবে তাকে ফোন করে জানিয়েছেন— পুরস্কারটি আসলে ট্রাম্পের সম্মানেই গ্রহণ করেছেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আজ নোবেল জয়ী আমাকে ফোন করে বললেন— ‘আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ এটি প্রকৃতপক্ষে আপনার প্রাপ্য।’”
হাস্যরসের সুরে ট্রাম্প আরও যোগ করেন, “আমি অবশ্য বলিনি যে, পুরস্কারটা আমাকে দিয়ে দিন! তবে আমার মনে হয়, যদি বলতাম, তিনি হয়তো সত্যিই দিয়ে দিতেন। খুবই চমৎকার একজন মানুষ।”
তিনি আরও বলেন, “ভেনেজুয়েলায় যখন ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছিল, তখন আমি দেশটির জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। আমি আনন্দিত, কারণ আমি লাখো মানুষের জীবন রক্ষা করতে পেরেছি।”
উল্লেখ্য, এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার প্রো-ডেমোক্রেসি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। নোবেল কমিটি তার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার প্রদান করেছে।
সূত্র: রয়টার্স
বিডি/এএন