নিউইয়র্কে জমজমাট কমিক কনের উৎসব

নিউইয়র্কে জমজমাট কমিক কনের উৎসব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৭, ১১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত পপ কালচারের মহাযজ্ঞ ‘নিউইয়র্ক সিটি কমিক কন ২০২৫’। বিখ্যাত জ্যাকব কে. জ্যাভিটস সেন্টারে বৃহস্পতিবার জমকালো আয়োজনে পর্দা ওঠে এই উৎসবের, যেখানে অংশ নিয়েছেন কমিক, সিনেমা, অ্যানিমে ও ভিডিও গেমের হাজারো ভক্ত, নিজেদের প্রিয় চরিত্রে সাজে।

ব্যাটম্যান, স্পাইডারম্যান, নারুতো কিংবা জনপ্রিয় গেম চরিত্রের রূপে সেজে অংশগ্রহণকারীরা পুরো ভেন্যুকে এক কল্পনার রাজ্যে রূপ দিয়েছেন। আয়োজকদের হিসেবে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সবচেয়ে বড় এই পপ কালচার ইভেন্টে চার দিনে প্রায় আড়াই লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে।

এবারের আসরে থাকছেন হলিউড তারকা সিগর্নি উইভার, গ্লেন পাওয়েল, এবং অ্যানিমে ফিল্ম ‘কে-পপ ডেমন হান্টারস’-এর ভয়েস অভিনেতারা। রিডপপের মার্কেটিং ডিরেক্টর ফ্যালন প্রিনজিভ্যালি জানান, “কমিকস আমাদের শিকড় হলেও, এখন এটি হয়ে উঠেছে সৃজনশীলতার এক বিশাল প্ল্যাটফর্ম, যেখানে কমিক শিল্পী, লেখক, কসপ্লেয়ার, অ্যানিমে নির্মাতা এমনকি রেসলিং তারকারাও একত্রিত হচ্ছেন।”

ভক্তদের জন্য এটি শুধু একটি উৎসব নয়, বরং নিজেদের প্রিয় চরিত্র ও জগতের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের এক অভিজ্ঞতা। কমিক, সিনেমা ও গিক সংস্কৃতির এই মিলনমেলা এখন বিনোদনের সীমা ছাড়িয়ে সৃষ্টিশীলতা ও কল্পনার এক মহাউৎসবে পরিণত হয়েছে।
এই আয়োজন চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement