জিন্সের ছোট পকেটের রহস্য

জিন্সের ছোট পকেটের রহস্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আমরা হয়তো অনেকেই খেয়াল করেছি যে জিন্স প্যান্টের সামনের পকেটের উপরের দিকে একটি ছোট পকেট থাকে। অনেকে এতে খুচরা টাকা বা ছোট জিনিসপত্র রাখেন। আবার অনেকেই হয়তো এই পকেটের অস্তিত্বটাই উপেক্ষা করে যান, কারণ এর আকার এতই ছোট যে এতে বড় কোনো জিনিস রাখা যায় না। তাহলে প্রশ্ন হল—এই ছোট পকেটের প্রয়োজন কি? এর ইতিহাস কী?

নেট ঘেঁটে দেখা গেছে, এই পকেটের উৎপত্তি হয়েছিল ১৮ শতকের পাশ্চাত্য অঞ্চলে। তখনকার সময়ে কাউবয়রা জিন্সের মতো প্যান্ট পরতেন এবং সাথে চেইন লাগানো ঘড়ি বহন করতেন। ঘড়ি রাখার জন্য তারা সাধারণত ওয়েস্টকোট ব্যবহার করতেন। কিন্তু ওয়েস্টকোটে ঘড়ি রাখার ফলে প্রায়ই ভাঙার ভয় ছিল। তাই এক নিরাপদ স্থানের প্রয়োজন দেখা দেয়।

এই সমস্যার সমাধান হিসেবে আবিষ্কৃত হয় জিন্স প্যান্টের ছোট পকেট। কোমরের বেল্টের সাথে ঝুলিয়ে ঘড়ি রাখলে তা ভেঙে যাওয়ার ঝুঁকি কমে। ফলে এই ছোট পকেট দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

বর্তমানে যদিও চেইন লাগানো ঘড়ির ব্যবহার কমে গেছে, তবুও ঐতিহ্য রক্ষার্থে জিন্স প্যান্টে এই ছোট পকেটটি এখনও রয়েছে। এটি শুধু শৈল্পিক বা ঐতিহাসিক প্রতীক হিসেবেই দেখা যায়, যদিও ব্যবহার প্রায় স্বল্প।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement