দাঁতের ব্যথা ও জিভে মাংসপিণ্ড: সতর্কতার সংকেত

দাঁতের ব্যথা ও জিভে মাংসপিণ্ড: সতর্কতার সংকেত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নিয়মিত দাঁত-মাড়ি পরিচর্যা না করলে শুধু দাঁতের সমস্যা নয়, বড় ধরনের শরীরি জটিলতার আগাম সতর্ক সংকেতও দেখা দিতে পারে।

‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’-এর গবেষণায় বলা হয়েছে, দাঁত ও মাড়ির সমস্যার প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা নিলে গুরুতর অসুখ এড়ানো সম্ভব।

মাড়ি থেকে রক্তপাত ও মুখের দুর্গন্ধ
যদি দাঁত সঠিকভাবে মাজা হলেও মাড়ি রক্তপাত করছে বা মুখে দুর্গন্ধ থাকে, তাহলে পেরিয়োডন্টাইটিস রোগের সম্ভাবনা থাকতে পারে। এই রোগে দাঁত ও মাড়ির কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং তা রক্তে শর্করার মাত্রার সঙ্গে সম্পর্কিত।

দাঁতে যন্ত্রণা ও মাড়ি ফুলে ওঠা
অতিরিক্ত ধূমপান, অপুষ্টি, ডায়াবেটিস এবং স্টেরয়েড ওষুধ ব্যবহারের কারণে মাড়িতে সংক্রমণ হতে পারে। এর ফলে দাঁতে তীব্র ব্যথা, মাড়ি লাল হওয়া এবং ফোলা দেখা দেয়। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থা ‘জিঞ্জিভাইটিস’ নামে পরিচিত।

জিভের নীচে মাংসপিণ্ড ও মুখের আলসার
জিভের নীচে বা গালে ছোট মাংসপিণ্ড বা লাল-বর্ণের আস্তরণ দেখা দিলে মুখের আলসারের ইঙ্গিত দেয়। ভিটামিন সি, ভিটামিন বি-এর ঘাটতি, কোষ্ঠ্যকাঠিন্য বা হরমোনজনিত সমস্যার কারণে এটি হতে পারে। সাধারণত গুরুতর নয়, তবে একাধিক ক্ষত, দাঁত নড়বড়ে হওয়া বা রক্তপাত দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে এটি জিভ ক্যান্সারের প্রাথমিক সতর্ক সংকেতও হতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, দাঁত বা মাড়িতে সমস্যা দেখা দিলে কেবল ব্যথানাশক ও অ্যান্টিসেপ্টিক মলমে ভরসা না করে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ বা ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে চিকিৎসা দীর্ঘমেয়াদী জটিল রোগ প্রতিরোধে সহায়ক।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement