কেমন হবে পূজার সাজ এই গরমে

কেমন হবে পূজার সাজ এই গরমে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

শরতের শুরু থেকেই চারদিকে ছড়িয়ে পড়ে পূজার উচ্ছ্বাস। নীল আকাশ, ভোরের শিউলি, নদীর তীরে কাশফুলের ছোঁয়া—সব মিলিয়ে সৃষ্টি হয় এক অনন্য আবহ। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দুর্গাপূজা।

পূজার আনুষ্ঠানিকতা মূলত মহালয়ায় শুরু হয়। ষষ্ঠী থেকে শুরু হয়ে দশমীতে বিসর্জনের মাধ্যমে পূজা সমাপ্ত হয়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, ঢাকের তালে তাল মিলানো, লুচি-পায়েশ, নাড়ু—এই আনন্দমুখর মুহূর্তগুলোতে প্রত্যেকেই চায় নিজেকে বিশেষভাবে সাজাতে। আসুন জেনে নিই পূজার পাঁচ দিনের সাজের কিছু টিপস—

সকাল
সকালে পূজার আনন্দের সূচনা করতে পারেন হালকা সালোয়ার-কামিজ পরেই। চুল বাঁধার ধরন সহজ ও আরামদায়ক রাখুন। আবহাওয়ার সঙ্গে মানিয়ে পনিটেইল, খোঁপা বা বেণি করা যেতে পারে। চাইলে চুলে দুই-একটি ফুলও যুক্ত করে পূজার সাজ আরও সুন্দর করা যায়।

দুপুর
দুপুরে হালকা ও আরামদায়ক সুতির পোশাক বেছে নিন। শাড়ি পরার ইচ্ছা থাকলে বেছে নিতে পারেন হালকা রঙের, যা স্নিগ্ধ ও সতেজ ভাব তৈরি করবে। পোশাকের সঙ্গে মিলিয়ে হালকা মেকআপ করুন। ঠোঁটের জন্য হালকা রঙের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। চুলে খোঁপা করে ফুল গুঁজে দিন, এটি পূজার আভিজাত্য বজায় রাখবে।

রাত
রাতের সময় যদি চান একটু জমকালো সাজ, বেছে নিতে পারেন সিল্ক, কাতান, বেনারসি শাড়ি বা থ্রি-পিস গাউন। রাতের সাজে ভারী মেকআপও করতে পারেন। চোখের সাজে মোটা কাজল, মাশকারা বা স্মোকি লুক দেওয়া যেতে পারে। চোখ ভারী হলে ঠোঁটের লিপস্টিক হালকা রাখুন। গালে হালকা গোলাপি ব্লাশ ব্যবহার করুন।

রাতের সাজে চুল খোলা রাখার সুযোগ রয়েছে। শাড়ির সঙ্গে মিলিয়ে চুলে ফুল, কপালে টিপ ও হাতে চুড়ি পরতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই গহনা ব্যবহার করলে রাতের পূজার সাজ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

সব মিলিয়ে, পূজার প্রতিটি মুহূর্তে আলাদা সাজ, আর সেই সাজের সঙ্গে মানানসই চুল ও মেকআপ আপনাকে করে তুলবে আরও উজ্জ্বল ও আনন্দময়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement