মেয়েটি আপনার প্রেমে পড়েছে বুঝবেন যা দেখে

মেয়েটি আপনার প্রেমে পড়েছে বুঝবেন যা দেখে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৭, ১ অক্টোবর ২০২৫

কখনো মনে হয় মেয়েটি আপনাকে ভীষণ পছন্দ করে ফেলেছে, আবার কখনো মনে হয় আপনি হয়তো বেশি বেশি ভেবে নিচ্ছেন! প্রেমের ক্ষেত্রে এই ধরনের মিষ্টি ধাঁধাঁয় পড়ে যায় অনেক তরুণ।

আসলেই তো, কোনো মেয়ে প্রেমে পড়েছে কি না, সেটা সবসময় সহজে বোঝা যায় না। তবে কিছু সাধারণ লক্ষণ আছে, যেগুলো খেয়াল করলে আন্দাজ করা যায়, সে সত্যিই আপনার প্রতি দুর্বল কি না।

হাসি
আপনার বলা কোনো সাধারণ রসিকতা বা মজার কথা শুনে সবার চেয়ে বেশি হেসে উঠছে সে। শুধু তাই নয়, আপনার দিকেই তার চোখ বেশি সময় আটকে থাকে। মনোবিজ্ঞানীরা বলেন, ছেলেরা মেয়েদের হাসি খুব পছন্দ করে, আর মেয়ে যদি কোনো ছেলেকে দেখে বেশি হাসে, তবে এর পেছনে থাকে বিশেষ আকর্ষণ।

অহেতুক স্পর্শ
খেয়াল করে দেখুন—কোনো মেয়ে যদি বারবার অকারণে আপনার হাতে ছোঁয়া দিচ্ছে, বাহুতে হাত লাগিয়ে আবার হেসে ‘সরুন তো’ বলছে, তাহলে সেটা নিছক কাকতালীয় নয়। এমন আচরণেই বোঝা যায় সে ইচ্ছে করেই আপনার কাছাকাছি আসতে চাইছে।

কাছাকাছি থাকতে চাওয়া
অন্যদের বাদ দিয়ে নানা অজুহাতে সে আপনার আশেপাশে অবস্থান করছে। একান্তে কথা বলার সুযোগ খুঁজছে। মেয়েটি যদি লাজুক ভঙ্গিতে আপনার কাছে এসে গল্প শুরু করে, তাহলে ধরে নিতে পারেন, তার ভেতরে আপনাকে নিয়ে আলাদা একটা টান কাজ করছে।

অকারণে তাকিয়ে থাকা
বারবার আপনার দিকে চেয়ে থাকা প্রেমের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত। চারপাশে অনেক কিছু ঘটলেও তার চোখ আটকে আছে কেবল আপনার দিকেই। কেউ ঠাট্টা করলে সে হাসিমুখে সেটা উপভোগও করছে। এভাবেই চোখের ভাষায় ফুটে ওঠে ভালোবাসা।

চুল ঠিক করা
মেয়েরা সাধারণত সাজগোজে আত্মবিশ্বাসী হলেও চুল নিয়ে সবসময় থাকে বাড়তি চিন্তায়। যদি দেখেন, আপনার সামনে এসে বারবার চুল ঠিক করছে, তবে বুঝবেন আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে।

মনোযোগ দিয়ে কথা শোনা
আপনার প্রতিটি কথায় মনোযোগ দিচ্ছে, রসিকতা করলে সুন্দর প্রতিক্রিয়া জানাচ্ছে, এমনকি সামান্য কথাও গুরুত্ব দিয়ে শুনছে—এসবের মানে একটাই, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে।

কথা বলতে আগ্রহী
সামান্য অজুহাত খুঁজে নিয়ে আপনার সঙ্গে আলাপ শুরু করছে। অনলাইনে আপনাকে মেসেজ দিচ্ছে, ইমোজি পাঠাচ্ছে বা স্টোরিতে প্রতিক্রিয়া জানাচ্ছে। এসবই প্রমাণ করে, সে কথোপকথন চালিয়ে যেতে চায়।

হালকা ঈর্ষা প্রকাশ
আপনি অন্য মেয়েদের সঙ্গে বেশি সময় কাটালে বা আলাপ করলে সে বিরক্ত হচ্ছে বা মন খারাপ করছে। যদিও সরাসরি কিছু না বলে পরোক্ষভাবে নিজের অস্বস্তি প্রকাশ করছে। এর মানে হলো, সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement