সরকার বৈধ, তবে ১০৬ অনুচ্ছেদের কারণে নয় : শিশির মনির

সরকার বৈধ, তবে ১০৬ অনুচ্ছেদের কারণে নয় : শিশির মনির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৫

সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের মতে, অন্তবর্তী সরকারের বৈধতার ভিত্তি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ নয়। বৈধতার একমাত্র উৎস হলো জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলন।

তিনি সতর্ক করে বলেন, এটি উপলব্ধি করতে না পারলে ভুল হবে, একদিন অনুশোচনা করতে হবে। আশা করি, সবাই অহংকার বা ইগো থেকে বের হয়ে আসবেন। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির আরও বলেন, বর্তমান সরকার বৈধ, তবে সেই বৈধতার কারণ ১০৬ অনুচ্ছেদ নয়, বরং জনগণের অভিপ্রায়। সংবিধানের ৭ অনুচ্ছেদেই তার ভিত্তি রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। আদালত তখন সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তবর্তী সরকারের পক্ষে অভিমত দেয়।

আইনজীবী মহলের একাংশ মনে করেন, আপিল বিভাগের এই মতামত অন্তবর্তী সরকারের সাংবিধানিক বৈধতা দিয়েছে। তবে শিশির মনিরের মতে, এই সরকার আসলে সাংবিধানিক নয়, বরং এটি জনগণের গণঅভ্যুত্থানের ফসল। সুতরাং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দেওয়া জরুরি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement