আগামী পাঁচ মাসে এমন অনেক কিছু ঘটবে, যা এখন কল্পনার বাইরে : মান্না

আগামী পাঁচ মাসে এমন অনেক কিছু ঘটবে, যা এখন কল্পনার বাইরে : মান্না ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আগামী পাঁচ মাসে দেশের রাজনীতিতে এমন অনেক কিছু ঘটবে, যা এখন কল্পনাও করা যাচ্ছে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কী প্রভাব ফেলতে পারে, সেই আলোচনাকে ঘিরেই এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মান্না বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে পতিত আওয়ামী লীগ আবার নৌকা ও লাঙ্গল জোটে ফিরে আসতে পারে। তবে বর্তমান বাস্তবতায় পিআর পদ্ধতির নির্বাচন খুব একটা কার্যকর নয়। তার ভাষায়, “এখন জাপা আর আওয়ামী লীগের লেজ নয়, বরং মাথা।”

তিনি আরও বলেন, ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কিছুটা প্রভাব ফেললেও সেই প্রভাব নির্বাচনের সামগ্রিক ফল উল্টে দেওয়ার মতো হবে না।

জুলাই সনদ নিয়ে ঐকমত্যকে একটি আশার আলো হিসেবে উল্লেখ করে মান্না আশা প্রকাশ করেন, এটি বাস্তবায়িত হবে। একইসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ছোট দলগুলোর একীভূত হওয়ার সম্ভাবনা ইতিবাচক দিক। নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়, তিনি তা সমর্থন করবেন।

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অনিবন্ধিত দলের একজন সদস্যের অন্তর্ভুক্তিকে তিনি সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতা গণহত্যার মামলায় অভিযুক্ত। তারা এখন গণধিকৃত এবং নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে ডাকসু-জাকসুর মতোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, যেখানে দেশের ইতিহাসের সর্বোচ্চসংখ্যক ভোটার অংশ নেবে।

এছাড়া ‘ছাত্রসংসদ নির্বাচনের ফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ শীর্ষক ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে জয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের দল।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement