দেশে যেকোনো ভালো অর্জনের পেছনে বিএনপির অবদান: ফখরুল

Published : ১৭:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৫
এ দেশে যে ভালো কিছু হয়েছে, তার সবই বিএনপির অবদান- দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “আমরা হঠাৎ করে গড়ে ওঠা কোনো দল নই। দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। যাদের কাল জন্ম, কিংবা যারা একাত্তরে ভিন্ন অবস্থানে ছিল, তারাও আজ বিএনপিকে নিয়ে কথা বলে। অথচ বিএনপি ফিনিক্স পাখির মতো- বারবার ষড়যন্ত্রে ভাঙতে চেয়েছে অনেকে, কিন্তু পারেনি। বরং ষড়যন্ত্রকারীরাই হারিয়ে গেছে।”
তিনি আরও বলেন, এই সম্মেলন কেবল নিয়মিত কোনো আয়োজন নয়, বরং ১৫ বছরের সংগ্রামের পর বিএনপির জন্য নতুন সুযোগ কাজে লাগানোর সম্মেলন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ার করে বলেন, “যে নেতার নামে স্লোগান উঠবে, সেই নেতাই মাইনাস হয়ে যাবেন।”
বিএনপি মহাসচিব বলেন, “শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। অথচ শেখ মুজিবুর রহমান সব পত্রিকা বন্ধ করে মাত্র চারটি চালু রেখেছিলেন। তরুণ প্রজন্মের এই ইতিহাস জানা দরকার। শহীদ জিয়ার স্বপ্ন ছিল আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।”
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এছাড়া বক্তব্য দেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী ও আবু ওয়াহাব আকন্দ।
BD/AN