ভোটের মাঠে ৩০০ বিচারক চাইলো ইসি
Published : ১৮:৩২, ৯ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অধস্তন আদালতের মোট ৩০০ জন বিচারক মাঠে দায়িত্ব পালনের জন্য চেয়ে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহায়তার আবেদন করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
সিইসি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষতা রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে মাঠে বিচারিক ক্ষমতাসম্পন্ন কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত জরুরি। সে কারণেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুরূপ দায়িত্ব পালনের জন্য বিচারকদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান যে, প্রধান বিচারপতি ইতোমধ্যে তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রচলিত ধারার অংশ হিসেবে তফসিল ঘোষণার আগে সিইসি সকালে সচিবকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষ হওয়ার পরই সন্ধ্যার দিকে অথবা পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান, রেওয়াজ অনুযায়ী কমিশন আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এরপরই আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হবে। সিইসির ভাষণে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সার্বিক সহযোগিতার আহ্বানও থাকবে।
বিডি/এএন
































