বিদায়ী ২ উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

বিদায়ী ২ উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৪, ১১ ডিসেম্বর ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে সম্মান জানাতে বিশেষ এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনাড়ম্বর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে বিদায়ী উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা তাঁদের সঙ্গে স্মৃতিচিহ্ন হিসেবে ফটোসেশনে অংশ নেন।

এর আগের দিন, বুধবার (১০ ডিসেম্বর), অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা তাঁদের পদ থেকে সরে দাঁড়ান। আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছিলেন যুব ও ক্রীড়া, সমবায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।

অন্যদিকে, মাহফুজ আলম দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।

তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

এ প্রেক্ষাপটে তাঁদের বিদায় ও সম্মাননা অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement