মৃতদেহ ফ্রিজে রাখলে কি শুরু হয় কবরের হিসাব?

মৃতদেহ ফ্রিজে রাখলে কি শুরু হয় কবরের হিসাব? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

মৃত্যু হচ্ছে অবধারিত সত্য। জন্মগ্রহণের পর একদিন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল কিয়ামতের দিনে সম্পূর্ণভাবে পাবেন। (সুরা আলে ইমরান: ১৮৫, সুরা আনকাবুত: ৫৭)

হাদিসে এসেছে, কেউ মৃত্যুবরণ করলে তাকে দ্রুত গোসল, কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করো। যদি সে নেক ব্যক্তি হয়, তবে তাকে কল্যাণের নিকটবর্তী করে দেবে। আর যদি অন্য কিছু হয়, তবে মন্দকে তোমাদের কাঁধ থেকে সরিয়ে দেবে।” (সহিহ বোখারি: ১৩১৫)

তবে বাস্তবে দেখা যায়, প্রবাসে মৃত্যুবরণকারী অনেককে দেশে নিয়ে আসতে সময় লাগে মাসের পর মাস। এ কারণে মৃতদেহকে ফ্রিজে রাখতে হয়। তখন প্রশ্ন ওঠে, ফ্রিজে রাখা অবস্থায় মৃতের কবরের হিসাব শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে?

এ বিষয়ে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, মানুষ মৃত্যুবরণের পর থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সময়কে আলমে বারযাখ বলা হয়। এই বারযাখের জীবনে মৃত ব্যক্তির আত্মা আল্লাহর হুকুমে ফিরিয়ে দেওয়া হয় এবং প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। কেউ আগুনে পুড়ে মারা যাক বা বন্য প্রাণীর দ্বারা ছিন্ন-বিচ্ছিন্ন হোক, তার অবস্থান যেখানেই হোক না কেন, আল্লাহ তায়ালা তা জানেন এবং সেই অনুযায়ী সওয়াল-জওয়াব নেবেন।

সুরা নাহলে আল্লাহ তায়ালা বলেন, “নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।” (আয়াত: ৬১)

সুরা আবাসাতে রাব্বুল আলামিনে আল্লাহ তায়ালা বলেছেন, “সেদিন মানুষ নিজের ভাই, মা, পিতা, স্ত্রী ও সন্তানদের কাছ থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর এমন সময় এসে পড়বে যে সে নিজের ছাড়া আর কারও দিকে লক্ষ্য রাখতে পারবে না।” (আয়াত: ৩৪-৩৭)

ফ্রিজে রাখা লাশের বিষয়ে কোরআন-হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। এটি গায়েবের জগত, যা কেবল আল্লাহ তায়ালাই জানেন।

সতর্কবার্তা হিসেবে বলা যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে আলমে বারযাখের জীবন শুরু হয়। লাশ ফ্রিজে থাকুক বা মাটিতে, আল্লাহর কাছে কিছুই অজানা নয়। সুতরাং এই বিষয়ে চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement