রংপুরে ৯১২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

রংপুরে ৯১২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব ছবি: বিজনেস ডেইলি

রংপুর প্রতিনিধি

Published : ২৩:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সনাতন ধমাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রংপুরে শেষ মুহূর্তের মন্দির ও মণ্ডপে প্রস্তুতি চলছে। ধর্মীয় সম্প্রীতির আবহে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনে প্রশাসন ও মণ্ডপ কমিটি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। রংপুর জেলা ও মহানগর মিলিয়ে এবার মোট ৯১২টি পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।

গত বছর  রংপুর জেলা ও মহানগরের  ৯৩৫টি পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব উৎযাপিত হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ১৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মহানগর ছাড়া রংপুর জেলার আটটি উপজেলায় ৭৪১টি মণ্ডপে দুর্গোৎসব হবে।

এর মধ্যে রংপুর সদরে ৯১টি, গঙ্গাচড়ায় ৯৬টি, তারাগঞ্জে ৬১টি, বদরগঞ্জে ১০৬টি, মিঠাপুকুরে ১৩৯টি, পীরগঞ্জে ৮৯টি, পীরগাছায় ৮৭টি এবং কাউনিয়ায় ৭২টি মণ্ডপ রয়েছে। এছাড়া বদরগঞ্জ পৌরসভায় ১০টি ও পীরগঞ্জ পৌরসভায় সাতটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

চলবে ২ অক্টোবর পর্যন্ত। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবে মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। এর আগে মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা ও দেবীর আগমন কেন্দ্র করে পূজার আবহ বর্ণিল হয়ে উঠেছে। শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেন, এবার রংপুর জেলার মোট ৯১২টি মণ্ডপে দুর্গোৎসব হচ্ছে।

উত্তর জনপদের সম্প্রীতির শহর রংপুরে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সব ধর্মাবলম্বীর সহযোগিতা চাই। এখন পর্যন্ত প্রস্তুতির সবকিছুই সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে। শেষ পর্যন্ত উৎসব নির্বিঘ্নেই হবে। এ ব্যাপারে রংপুরবাসীর সর্বাত্মক সহায়তা কামনা করছি।

এদিকে, মণ্ডপগুলোতে প্রতিমা তৈরী, প্যান্ডেল সাজসজ্জা, আলোকসজ্জা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ হয়েছে। প্রত্যেক মণ্ডপেই ভক্ত, পূণ্যার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে। রংপুর জেলা পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শুরুর আগ থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। উৎসবমুখর পরিবেশেই পূজা উদযাপিত হবে। পুলিশ সুপার আরও বলেন, প্রত্যেক মণ্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি, নারী পুলিশ সদস্যসহ মোবাইল টহলদল এবং প্রয়োজনীয় আনসার সদস্য। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement