মার্টিনেজের গোলে জয়ের পথে আর্জেন্টিনা

Published : ১০:৪৯, ১৫ জুলাই ২০২৪
কোপা আমেরিকার ফাইনালে প্রথমে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। কলম্বিয়ার সঙ্গে পেরে উঠছিলেন না তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৯০ মিনিটে কেউই গোল করতে পারেনি। এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের লাউতারো মার্টিনেজের ১১২ তম মিনিটের গোলে লিড নিয়েছে আর্জেন্টিনা।
সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এসময় একমাত্র গোল করেন লাউতারো মার্টিনেজ।
এর আগে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো গোল আসেনি। এতে অতিরিক্ত সময়ে গড়ায় কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল।
বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরুর কথা থাকলেও কলম্বিয়ান দর্শক-সমর্থকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট পর মাঠে গড়ায় ফাইনাল।
এদিন ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে কলম্বিয়া। বলের দখল, লক্ষ্যে শট, কর্নার-সবদিক দিয়েই আধিপত্য বজায় রেখেছিল রদ্রিগেজরা।
বিডি/এম