জয় দিয়েই ডি মারিয়ার বিদায় রাঙালো

জয় দিয়েই ডি মারিয়ার বিদায় রাঙালো

স্পোর্টস ডেস্ক

Published : ১০:৩৫, ১৫ জুলাই ২০২৪

এবারের কোপা আমেরিকার ফাইনালে প্রথমে পাত্তাই পায়নি মেসির আর্জেন্টিনা। কলম্বিয়ার গতির সঙ্গে পেরে উঠছিলেন না তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৯০ মিনিটে কেউই গোল করতে পারেনি। এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তবে, শেষ মুহূর্তে মেসিকে হারিয়ে ফুঁসে ওঠে ডি মারিয়ারা। হঠাৎ লাউতারো মার্টিনেজের ১১২তম মিনিটের গোলে লিড নেয় আর্জেন্টিনা। আর গোল পায়নি কেউ। এতে ১-০ ব্যবধানেই জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। 

চলছে অতিরিক্ত সময়ে খেলা। লড়াই চরমে। এরই মধ্যে দুঃসংবাদ এনে দিলো আর্জেন্টিনা শিবিরে। কোপা আমেরিকার ফাইনালের ৬৪ মিনিটে আক্রমণভাগে যখন দলের বিশৃঙ্খল অবস্থা, তখনই ইনজুরিতে পড়তে হয়েছে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে। তারকা এই ফুটবলারের চোট এতটাই ভয়াবহ ছিল যে, তার চোখ দিয়ে অশ্রু প্রায় বেরিয়ে আসছিল।

মেসিকে অবশ্য কেউ ফাউল করেনি। নিজেই দৌড়াতে গিয়ে ইনজুরি হয়েছেন। চোটের পর কাঁতরাতেও দেখা যায় মেসিকে। এরপর আর তাকে মাঠেই রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামান তিনি।

অসহায় হয়ে বেঞ্চে বসে সতীর্থদেরও অসহায়ত্ব দেখতে বাধ্য হন মেসি। ফাইনালের মতো ম্যাচে খেলতে না পারার কষ্ট যেন নিতে পারছিলেন না এই তরকা। বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে, ২০০৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন এঞ্জেল ডি মারিয়া। অবশেষে বিদায় নেওয়ার সময় এসেছে তার। কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়েই আর্জেন্টিনার হয়ে ফুটবল অধ্যায়ের ইতি টানবেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ফাইনালের আগে রবিবার ভোরে জাতীয় দলের সঙ্গে সর্বশেষ অনুশীলন করেন তিনি। পরে নৈশভোজে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান সতীর্থরা

মায়ামিতে অনুশীলনের আগে লিওনেল মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন ডি মারিয়া। আলবিসেলেস্তাদের সর্বশেষ তিন ফাইনালে গোল করার কীর্তি রয়েছে তার। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালেসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর জাতীয় দল থেকে বিদায়ের কথা জানিয়ে ছিলেন ডি মারিয়া। আবারও কোপার শিরোপা জিতে বিদায়টা রাঙাতে চান তিনি।

শেষ অনুশীলনের আগে লিওনেল মেসির সঙ্গে ডি মারিয়ার একটি ছবি তোলেন এক সতীর্থ। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন ‘জীবনে আমি যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি।’

বিডি/এম

শেয়ার করুনঃ
Advertisement