গুগল ম্যাপসে অবদান রেখে জাপানে যাচ্ছে জামালপুরের শাহ মো: সুলতান

Published : ২০:১৫, ১৮ জুন ২০২৫
জামালপুরের সরিষাবাড়ির ছেলে শাহ মো: সুলতান গুগল ম্যাপসে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কানেক্ট লাইভ টোকিও ২০২৫ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
গুগল লোকাল গাইড হিসেবে শাহ মো: সুলতান বাংলাদেশের মানচিত্রে তথ্য হালনাগাদ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গুগল ম্যাপের তথ্য সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যে নিরলস কাজ করে চলছেন তিনি। এর ফলে স্থানীয় জনগণ ও আন্তর্জাতিক পর্যটকরা উপকৃত হচ্ছেন।
সম্মেলনটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুগল ম্যাপের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে তারা তাদের অভিজ্ঞতা ও উদ্যোগ বিনিময় করবেন। বাংলাদেশের পক্ষে শাহ মো. সুলতান মানচিত্রে বাংলাদেশের অগ্রগতি ও অবদান উপস্থাপন করবেন।
একজন গুগল লোকাল গাইড হিসেবে শাহ মো: সুলতান বাংলাদেশের মানচিত্রে যে অপরিসীম অবদান রেখে চলেছে তা তথ্যপ্রযুক্তিতে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করেছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
বিডি/ও