রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া নৃশংস হত্যা মামলায় মা লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-কে হত্যা করার অভিযোগে গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দ্রুত তদন্তে নেমেছে, তবে এখনও আসামির পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, হত্যাকাণ্ড ঘটেছে সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে।
মৃতদেহের স্বামী ও পিতা আজিজুল ইসলাম জানিয়েছেন, চার দিন আগে ওই গৃহকর্মী আয়েশা খণ্ডকালীনভাবে তাদের বাসায় কাজ শুরু করেছিলেন। হত্যার দিন তিনি সকালে তার কর্মস্থলে চলে যান। কর্মস্থলে থাকার সময় তিনি তার স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।
পরে বেলা ১১টার দিকে বাসায় ফেরার পর তিনি দেখতে পান, তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মৃত্যুর কোলে পড়ে আছেন। তার মেয়ে গুরুতর আহত অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে ছিলেন। দ্রুত পরিচ্ছন্নতাকর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বাদী আরও উল্লেখ করেন, তিনি বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছেন, আসামি সকাল ৭টা ৫১ মিনিটে কাজের জন্য বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে মেয়ের স্কুলড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। পালানোর সময় তিনি একটি মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যান।
মামলায় উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ফুটেজের বিশ্লেষণে দেখা গেছে, অজ্ঞাত কারণে গৃহকর্মী আয়েশা ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে গুরুতর জখম করে হত্যা করেছেন। পুলিশ আসামির পরিচয় শনাক্তের জন্য তৎপর রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছে।
































