দু’গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
Published : ১৪:৫৪, ১১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবক গাজী তাহমিদ খান (২৫)। তিনি বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে বারইয়ারহাট পৌর বাজারের একটি দোকানে বসা নিয়ে হিঙ্গুলী ইউনিয়নের জুবায়ের ও বারইয়ারহাটের নজরুল ইসলাম লিটনের মধ্যে তর্ক বাধে। অভিযোগ অনুযায়ী, লিটনের সামনে পা নামিয়ে না বসায় জুবায়েরকে লাথি দেন তিনি। সেই উত্তেজনা মুহূর্তে থেমে গেলেও পরে জামালপুর ও হিঙ্গুলীর লোকজনকে জড়িত করে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবির, মজম্মেলসহ ৮–১০ জন আহত হন এবং তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদের মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, জুনিয়র–সিনিয়র ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ চমেক হাসপাতালে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
বিডি/এএন


































