গর্ত ১৫০–২০০ ফুট, উদ্ধার অগ্রগতি মাত্র ৩০ ফুট

গর্ত ১৫০–২০০ ফুট, উদ্ধার অগ্রগতি মাত্র ৩০ ফুট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৭, ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের একটি সরু গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর টানা অভিযান চালিয়ে যাচ্ছেন।

গর্তটির মোট গভীরতা আনুমানিক ১৫০–২০০ ফুট হলেও এখন পর্যন্ত মাত্র ৩০ ফুট পর্যন্তই খনন করা সম্ভব হয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলছে।

পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় রাকিব উদ্দীনের ছেলে স্বাধীন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই ওই গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস বড় আকারের তিনটি এস্কেভেটর ব্যবহার করে চারপাশ খনন শুরু করে। পরে তারা সুড়ঙ্গ তৈরির মাধ্যমে শিশুটির অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, গর্তের ভেতরে পানি ও কাদা জমে থাকায় উদ্ধার অভিযান প্রত্যাশার চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে। প্রায় ২২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও শিশুটিকে বের করতে সক্ষম হননি তারা।

উদ্ধারকারীরা জানিয়েছেন, শিশুটির কান্নার শব্দ শোনা গেছে, যা তাদের প্রচেষ্টায় নতুন আশা জুগিয়েছে। তবে পুরো অভিযানটি এখনও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

গ্রামবাসীসহ সবাই শিশুটির নিরাপদে ফিরে আসার জন্য উদ্বেগ প্রকাশ করছেন এবং সফল উদ্ধারের আশায় অপেক্ষা করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement