২৮ ঘণ্টা পড়েও মিলল না শিশু সাজিদের সন্ধান, সবশেষ যা জানা গেল

২৮ ঘণ্টা পড়েও মিলল না শিশু সাজিদের সন্ধান, সবশেষ যা জানা গেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৬, ১১ ডিসেম্বর ২০২৫

টানা ২৮ ঘণ্টা চলা উদ্ধার অভিযানের পরও গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪২ ফুট গভীর পর্যন্ত গর্ত খুঁড়ে ক্যামেরা দিয়ে অনুসন্ধান চালালেও শিশুটিকে খুঁজে বের করতে পারেননি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, শিশুটিকে উদ্ধারে এখন বড় পরিসরে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। এই অভিযানে আরও সময় লাগতে পারে, তবে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার প্রচেষ্টা অব্যাহত আছে।

উদ্ধার অভিযানকে তদারকি করতে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে। পাশাপাশি তিনটি এক্সক্যাভেটর ব্যবহার করে আশপাশের মাটি খননের মাধ্যমে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটিকে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারীদের কাজকে জটিল করছে গর্তে জমে থাকা পানি এবং কাদা, যা খনন প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে।

ঘটনা বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের নলকূপের জন্য খনন করা একটি গর্তে ঘটে। শিশুটির নাম সাজিদ এবং সে রাকিব উদ্দীনের ছেলে।

এর আগে, বুধবার গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নলকূপের ভেতরে ক্যামেরা নামিয়ে কয়েক দফা অনুসন্ধান করেন। তবে গর্তের ভেতরে উপরের মাটি ও খড়ের কারণে শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, "৪২ ফুট গভীরতায়ও শিশুটির কোনো সঙ্গতিহীন চিহ্ন পাওয়া যায়নি। তাই আশপাশের মাটি খননের বিকল্প নেই এবং এই কাজটি এখন শুরু হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তি এবং মনোযোগের সঙ্গে শিশুটিকে নিরাপদে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।"

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement