মেঘলা আকাশেও কুয়াকাটায় পর্যটকদের ভিড়

মেঘলা আকাশেও কুয়াকাটায় পর্যটকদের ভিড়

TheBusinessDaily SK

Published : ১৪:৪৫, ১২ মে ২০২৫

কুয়াকাটায় আসা পর্যটকদের ভিড় স্থানীয় হোটেল-মোটেলগুলির প্রায় সব হোটেলেই ৭০% পূর্ণ বুকিং রয়েছে। তবে দূরের হোটেলগুলোতে তেমন পর্যটক নেই বলে নিশ্চিত করেছে হোটেল মালিক পক্ষ। পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেমন খাবারের দোকান ও স্থানীয় পণ্য বিক্রেতারা, পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন।

 

সৈকত এলাকা ছাড়াও, জনপ্রিয় স্থাপনাগুলো যেমন শুটকি পল্লী, ফাতরা বন এবং বৌদ্ধ মন্দিরগুলিতে পর্যটকদের ভিড় বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই পর্যটন বৃদ্ধিকে তাদের আয়ের পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখছেন, যা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।

শেয়ার করুনঃ
Advertisement