নোবেল হাতছাড়া ট্রাম্পের

নোবেল হাতছাড়া ট্রাম্পের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৪, ১০ অক্টোবর ২০২৫

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু মহলে ধারণা করা হচ্ছিল, তিনিই এবার শান্তিতে নোবেল জিতবেন।

তবে শেষ পর্যন্ত সবার অনুমান ভুল প্রমাণিত করে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো পারিস্কা।

শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। অন্যদিকে, ট্রাম্প প্রকাশ্যেই একাধিকবার জানিয়েছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে চান। এমনকি এই পুরস্কার পাওয়ার আশায় তিনি নরওয়ের কর্তৃপক্ষের ওপর নানা ধরনের চাপও প্রয়োগ করেছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার এক সাহসী নারী রাজনীতিক ও শিল্প প্রকৌশলী। বর্তমানে তিনি দেশটির বিরোধী দলের অন্যতম প্রধান নেতা হিসেবে পরিচিত। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য ছিলেন তিনি। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তিনি ‘ভেনেজুয়েলার লৌহমানবি’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

অন্যদিকে, ট্রাম্পের নোবেলপ্রাপ্তির আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। তিনি প্রায়ই দাবি করেছেন, বিশ্বের নানা সংঘাত বন্ধ করার পেছনে তার ভূমিকা রয়েছে। তার আগেই ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আন্তর্জাতিক কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের জন্য শান্তিতে নোবেল পান।

এমনকি চলতি বছরের জুলাই মাসে ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী ও সাবেক ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গকে ফোন করে নোবেল নিয়ে প্রশ্ন করেছিলেন বলে জানা যায়। গত মাসে জাতিসংঘে দেওয়া ভাষণেও তিনি মিথ্যা দাবি করেন যে, তিনি সাতটি ‘অন্তহীন যুদ্ধ’ বন্ধ করেছেন এবং বলেন, “সবাই জানে, আমারই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।”

উল্লেখ্য, গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলার শিকারদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করছে।

ইতিহাসে দেখা যায়, ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফজাই—যিনি সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। অন্যদিকে, ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে এই পুরস্কার পান জোসেফ রোটব্লাট, যিনি ছিলেন প্রবীণতম শান্তি নোবেলজয়ী। এখন পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement