ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

ধর্ম ডেস্ক:

Published : ১৩:২৩, ৯ মে ২০২৫

২০২৫ সালের হজে অংশগ্রহণকারী কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে, তা এখন সৌদি ই-হজ সিস্টেমের মাধ্যমে করা যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার (৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক অবহিতকরণ পত্রে জানানো হয়, সৌদি ই-হজ সিস্টেমে হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। ফলে প্রয়োজন হলে এ অপশন ব্যবহার করে কোনো হজযাত্রীর ভিসা বাতিল করা যাবে।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা বাতিলের ক্ষেত্রে ওই হজযাত্রীর নিকট থেকে ইতিমধ্যে জমা দেওয়া ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ ৩৬০ সৌদি রিয়ালের সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়, বিষয়টি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য জানানো হলো।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement