সাবিকুন নাহার জানালেন স্বামীর পরকীয়া সম্পর্কের কাহিনী

সাবিকুন নাহার জানালেন স্বামীর পরকীয়া সম্পর্কের কাহিনী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৪, ১১ অক্টোবর ২০২৫

আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, তার স্বামী দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কের জড়িত আছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবিকুন নাহার জানিয়েছেন, আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক একজন নারীকে নিয়ে। তিনি ওই নারীকে তার কলেজ জীবনের প্রিয়তমা হিসেবে মনে করেন। বর্তমানে জারিন জেবিন একজন এয়ার হোস্টেস। সাবিকুন নাহারের দাবি, আবু ত্বহা নিয়মিত জারিন জেবিনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ব্যক্তিগতভাবে দেখা করছেন।

সাবিকুন নাহার আরও লিখেছেন, তাদের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন এবং ক্লাসের আড়ালে নারী পুরুষের একান্ত মেলামেশার সুযোগ তৈরি করে। যেখানে শিক্ষার নামের আড়ালে কোনো নারীকে বেছে নিয়ে সম্পর্ক গড়ে তোলা হয়। তিনি অভিযোগ করেছেন, নিজের স্বামীর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করলেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং নানা ধরনের তোহমত চাপানো হয়েছে।

সাবিকুন নাহার প্রকাশ করেছেন, এয়ার হোস্টেস জারিন জেবিনের সঙ্গে সম্পর্কের আগে তার স্বামী রংপুরের আরেক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি না রাখার জন্য ওই নারীকে বিভিন্ন অজুহাতে প্রত্যাখ্যান করা হয়। এরপর জারিন জেবিন তার স্বামীর প্রেমে পড়ে যায়।

সাবিকুন নাহার জানিয়েছেন, তার ওপর প্রচণ্ড চাপ দিয়ে এই সম্পর্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাধ্য করা হয়েছে। দুই বছর ধরে তিনি বিভিন্ন ধরনের জঘন্য সিনক্রিয়েট এবং তোহমতের শিকার হয়েছেন।

তিনি স্পষ্ট করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে যে কোনো আলোচনা বা প্রকাশে বাধ্য করা হলে, তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে এবং এটি সমাজে যথাযথ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এভাবে সাবিকুন নাহার সামাজিক মাধ্যমে স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও সম্পর্ক নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement