মালয়েশিয়ার নাগরিকত্ব কেলেঙ্কারি, ফিফার কঠোর পদক্ষেপ

Published : ১০:৪২, ৮ অক্টোবর ২০২৫
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মালয়েশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে, বিদেশে জন্ম নেওয়া একাধিক ফুটবলারের নাগরিকত্বের নথি জাল করে তাদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।
সংস্থার তদন্তে জানা গেছে, নথি জালিয়াতির মাধ্যমে সাতজন বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়কে মালয়েশিয়ার প্রতিনিধিত্বের অনুমতি দেওয়া হয়।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফিফা এই ঘটনায় অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, জরিমানা ও নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে ফিফা জানায়, শাস্তির পেছনে তাদের অবস্থান এবং সিদ্ধান্তের যুক্তি কী।
ফিফার ব্যাখ্যায় বলা হয়, মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম) জন্মসনদে জাল তথ্য সংযোজন করেছে, যাতে মনে হয় খেলোয়াড়দের দাদা-দাদি বা নানা-নানি মালয়েশিয়ায় জন্মেছিলেন। সংস্থাটি এটিকে “একটি স্পষ্ট প্রতারণা” বা “ডিলিবারেট ফ্রড” হিসেবে বর্ণনা করেছে।
এই ঘটনায় যেসব খেলোয়াড়ের নাম এসেছে, তারা হলেন, গাব্রিয়েল ফেলিপে আরোচা, ফাকুন্দো তমাস গার্সেস, রদ্রিগো হুলিয়ান হোলগাদো, ইমোনাল হাভিয়ের মাচুচা, হোয়াও ভিতোর ব্রান্দাও ফিগেইরেদো, জন ইরাসাবাল ইরাউরগি এবং হেক্তর আলেহান্দ্রো হেভেল সেরানো।
অন্যদিকে, মালয়েশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম) নিজেদের অবস্থান থেকে একে “প্রশাসনিক ভুল” বলে দাবি করেছে। তারা জানায়, অভিযুক্ত খেলোয়াড়রা সম্পূর্ণভাবে “বৈধ মালয়েশিয়ান নাগরিক” এবং ফিফার আরোপিত জরিমানার বিরুদ্ধে তারা আনুষ্ঠানিকভাবে আপিল করবে।
সূত্র: বিবিসি স্পোর্টস
বিডি/এএন