ফিফায় বাংলাদেশের প্রতিনিধিত্বে তাবিথ আউয়াল

Published : ১৩:২৭, ৮ অক্টোবর ২০২৫
ফিফার গুরুত্বপূর্ণ দুই কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হলো: তাবিথ আউয়াল নির্বাচিত হয়েছেন টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে, আর মাহফুজা আক্তার কিরণ পেয়েছেন ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্যপদ।
বাফুফে সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে তাবিথ আউয়াল দেশের ফুটবলকে ধারাবাহিক উন্নতির পথে পরিচালনা করছেন। তিনি শুধু তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণ করছেন না, প্রবাসী ফুটবলারদের সমন্বয় করে জাতীয় দলে শক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই অবদানের জন্যই ফিফা তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করেছে।
অন্যদিকে, নারী ফুটবলে ধারাবাহিক সাফল্য অর্জনের পেছনের মূল কুশীলব মাহফুজা আক্তার কিরণ। উইমেন্স উইংয়ের চেয়ারম্যান হিসেবে তিনি লাল-সবুজের ফুটবলে অসামান্য অবদান রেখেছেন। ফিফা তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ কিরণকেও ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্যপদে অন্তর্ভুক্ত করেছে।
বিডি/এএন