আফগানদের কাছে হারের কারণ ব্যাখ্যা করলেন টাইগার অধিনায়ক

Published : ১১:৪৫, ৯ অক্টোবর ২০২৫
টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ দল। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সেই গতি হারিয়েছে টাইগাররা—আফগানদের বিপক্ষে হোঁচট খেতে হয়েছে ব্যাটিং ব্যর্থতায়।
ম্যাচ শেষে সেই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বুধবার (৯ অক্টোবর) ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, “আমাদের বোর্ডে যথেষ্ট রান ছিল না। এই উইকেটে অন্তত ২৬০ রান তুলতে পারলে ভালো হতো। আমরা অন্তত ৪০ রান কম করেছি। বড় জুটি গড়া হয়নি, বিশেষ করে শেষ দিকে আমরা তা পারিনি।”
তিনি আরও বলেন, “আমার মনে হয় প্রথম ১৫ ওভারের মধ্যেই আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছি। উইকেটটা ব্যাট করার জন্য সহজ ছিল না, বল টার্নও করছিল।”
এসময় দলের তরুণ ব্যাটার হৃদয়ের প্রশংসা করে মিরাজ বলেন, “তবে মাঝখানে হৃদয় ভালো খেলেছে। চাপের মধ্যে থেকেও মাথা ঠাণ্ডা রেখে পজিটিভ ইনিংস খেলেছে। কিন্তু শেষদিকে আমাদের জুটি গড়ার ঘাটতিই ম্যাচের ফল নির্ধারণ করেছে।”
সিরিজে ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়ে মিরাজ বলেন, “অবশ্যই আমাদের সামনে এখনো সুযোগ আছে। বাকি আছে দুইটি ম্যাচ। আমরা চাই এখান থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে ফিরতে। আমি আত্মবিশ্বাসী, ছেলেরা পরের ম্যাচে ভালো পারফর্ম করবে।”
বিডি/এএন