শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ হারল ৪-৩ ব্যবধানে

Published : ২৩:১৪, ৯ অক্টোবর ২০২৫
দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষা শেষ করার স্বপ্নের পথে আজ জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু ২০২৭ এশিয়া কাপের টিকিটের আশা জাগিয়ে রাখতে পারেননি কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে স্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল। বাঁ প্রান্ত থেকে নেওয়া ফ্রি কিকে জালে পরিণত করেন হামজা চৌধুরী। লেস্টার সিটির মিডফিল্ডারের বাঁকা ও শক্তিশালী শট মুহূর্তের মধ্যে হংকংয়ের জালে ভেসে যায়। এ ছিল হামজার ক্যারিয়ারের দ্বিতীয় গোল। লিড নিয়ে বিরতিতে যাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হংকংয়ের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সুযোগ পেয়ে জালে বল পাঠান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর মাঠে নেমে দ্বিতীয়ার্ধে শুরুতে ভুলের সুযোগ দিয়ে লিড হারায় বাংলাদেশ। ৫০ মিনিটে ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ভুল পাস থেকে হংকংয়ের রাফায়েল মারকিয়েস লিড এনে দেন। ৫৩ মিনিটে আরও একটি গোলের সুযোগ পায় তারা, কিন্তু প্রথম গোলদাতা এভারটনের হেডটা বারের ওপর দিয়ে যায়।
তবে ৭৫ মিনিটে হংকং আবার গোল করে ৩-১ লিড গড়ে। বাংলাদেশের জন্য তখন পরিস্থিতি কঠিন। শেষ ১৫ মিনিটে মরিয়া হয়ে দুই গোল শোধ দেয় স্বাগতিকরা। ৮৪ মিনিটে শেখ মোরসালিন প্রতিপক্ষের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে বল জালে পাঠান। সমতা ফেরায় শমিত শোমও প্রথম গোল করেন, যা ছিল বাংলাদেশের হয়ে তার অভিষেক গোল।
শমিতের গোলের পর পুরো স্টেডিয়াম উদ্দীপনায় মেতে ওঠে। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। যোগ করা সময়ের ১১ মিনিটে রাফায়েল হ্যাটট্রিক পূর্ণ করে বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেন। শেষ পর্যন্ত হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হেরে বাংলাদেশ ২০২৭ এশিয়া কাপ খেলার স্বপ্ন হারালো।
বিডি/এএন