২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত নিশ্চিত ২০ দল

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত নিশ্চিত ২০ দল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৫, ১০ অক্টোবর ২০২৫

একদিন আগেই আফ্রিকা মহাদেশ থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিলেন মিসরের মহাতারকা মোহামেদ সালাহ। তার পথ ধরেই এবার সেই আনন্দে শামিল হয়েছেন রিয়াদ মাহরেজও।

আফ্রিকার চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের মূলপর্বে নাম লিখিয়েছে মাহরেজের নেতৃত্বাধীন আলজেরিয়া। বাছাইপর্ব এখনো শেষ না হলেও ইতোমধ্যে মহাদেশটির চারটি দল নিশ্চিত করেছে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ।

এর বাইরে আরও পাঁচটি দলের সামনে সুযোগ রয়েছে বিশ্বমঞ্চে ওঠার। এ নিয়ে মোট ২০ দেশ এখন পর্যন্ত টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে বিশ্বকাপের টিকিট পায় আলজেরিয়া। ম্যাচের শুরুতেই, মাত্র ৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মোহাম্মদ এল আমিন আমৌরা। এরপর ১৯ মিনিটে স্কোরশিটে নাম তোলেন দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আবারও গোল করেন আমৌরা। পুরো ম্যাচে সোমালিয়া কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

এই জয়ে আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। ১২ বছর পর আবারও ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ফিরছে তারা। সর্বশেষ ২০১৪ সালে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল মাহরেজরা। এটিই হবে আলজেরিয়ার পঞ্চম বিশ্বকাপ।

এর একদিন আগে মিসরও বিশ্বকাপে ফিরেছে আট বছর পর। বুধবার জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সালাহর দল নিশ্চিত করেছে ২০২৬ আসরের টিকিট। সেই ম্যাচে জোড়া গোল করেছেন সালাহ নিজেই। রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের এটি চতুর্থ বিশ্বকাপ। এর আগে তারা খেলেছে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে। ২০২২ কাতার আসর মিস করেছিল দলটি। বাছাইয়ে ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২৩, গোল করেছেন মোট ১৯টি, যার মধ্যে ৯টিই সালাহর পায়ে।

এখন পর্যন্ত মিসর ১৯তম এবং আলজেরিয়া ২০তম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এবারের আসরে প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্টটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা, যারা স্বাগতিক হিসেবে বাছাই ছাড়াই খেলবে। বাকি ৪৩ দল আসবে মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে, আর শেষ দুটি স্থান নির্ধারিত হবে ছয় দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফে।

উল্লেখ্য, বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল:
কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান): কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক) – বাছাই খেলে উঠবে আরও ৩ দল।
কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।
এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান (বাছাই খেলে উঠবে আরও ২ দল)।
সিএএফ (আফ্রিকা): মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া (বাছাইয়ে উঠবে আরও ৫ দল)।
ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড।
উয়েফা (ইউরোপ): বাছাইপর্ব চলছে, সরাসরি উঠবে ১৬ দল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement