হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ ফিচার চালু

হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ ফিচার চালু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মেটা এবার হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। বিশ্বের নানা প্রান্তে থাকা বন্ধু, পরিবার কিংবা সহকর্মীদের সঙ্গে সহজে যোগাযোগে এই সুবিধা বিশেষভাবে কার্যকর হবে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে ছয়টি ভাষা এবং আইফোনে ১৯টি ভাষায় অনুবাদ সুবিধা পাওয়া যাবে। ধীরে ধীরে আরও নতুন ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ব্যবহারকারীরা কোনো মেসেজে দীর্ঘক্ষণ চাপ দিলে ‘ট্রান্সলেট’ অপশন দেখতে পাবেন। এরপর পছন্দের ভাষা বেছে নিলেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে। প্রয়োজনীয় ভাষার ফাইল ডাউনলোড হয়ে ডিভাইসে সংরক্ষিত থাকবে, ফলে অনুবাদ সম্পূর্ণ অফলাইনে সম্পন্ন হবে। এর ফলে কোনো তথ্য সার্ভারে না গিয়ে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের নিরাপত্তা অটুট থাকবে।

এই সুবিধা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট এবং চ্যানেল আপডেট—সব জায়গাতেই কাজ করবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডের জন্য স্বয়ংক্রিয় অনুবাদ চালু করতে পারবেন, যাতে ভবিষ্যতের প্রতিটি মেসেজ নিজে থেকেই অনুবাদ হয়ে যায়।

তবে সব ডিভাইসে এখনই ফিচারটি পাওয়া যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ ধাপে ধাপে এটি চালু করছে যাতে পারফরম্যান্স সঠিক থাকে। পুরনো ডিভাইসে রিয়েল-টাইম অনুবাদে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। আপাতত এই ফিচার কেবল মোবাইলের জন্য উন্মুক্ত করা হয়েছে। ওয়েব বা ডেস্কটপ ভার্সনে এটি কবে আসবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি মেটা।

অতিরিক্ত কোনো অ্যাপ ব্যবহার ছাড়াই এই নতুন অনুবাদ ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই বিশ্বের যেকোনো ভাষায় যোগাযোগ করতে পারবেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement