ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমানো হয়েছে।
এর ফলে এখন থেকে ১২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ১ হাজার ২১৫ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২৪১ টাকা। নতুন এই দাম রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন ঘোষণায় অটোগ্যাসের প্রতি লিটার মূল্য ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে অক্টোবর মাসে বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করেছিল। একই সময়ে অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমানো হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য হ্রাস পাওয়ায় দেশেও এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের পুরো বছরজুড়ে এলপিজি ও অটোগ্যাসের দামে ওঠানামা দেখা গেছে। ওই বছরে মোট সাতবার দাম বাড়ানো হয়, চারবার কমানো হয় এবং একবার দাম অপরিবর্তিত রাখা হয়। দাম বাড়ানো হয়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে। আর দাম কমানো হয়েছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে ছিল অপরিবর্তিত।
বিইআরসি বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে এবং ভোক্তারা বাস্তবসম্মত দামে গ্যাস পান।



































