রংপুর অঞ্চলে বৃষ্টিতে আমান ধান ও সবজির ব্যাপক ক্ষতি
Published : ১৯:২৮, ২ নভেম্বর ২০২৫
রংপুর অঞ্চলে হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় আমন ধান, আলু ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান নুয়ে পড়েছে, আলু ক্ষেত পানিতে ডুবে গেছে এবং সবজি গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছে। ফলে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। গত কয়েকদিন ধরেই গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর. দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বৃষ্টিপাত হচ্ছে। গত ১ নভেম্বর শুক্রবার রাতে বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে শুরু করে।
এতে কৃষকের জমির ধানগাছ নুইয়ে পড়ে। নীলফামারীতে আমন ধান ও শীতকালীন শাকসবজির ক্ষতি হয়েছে। মাঠের আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। শুধু ধান নয়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁয়াজ ও আলু ক্ষেতের ক্ষতির আশঙ্কা রয়েছে।
গাইবান্ধায় আমন ধান ও শীতকালীন শাকসবজির ক্ষতি হয়েছে। মাঠের আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁয়াজ ও আলু ক্ষেতের ক্ষতি হয়েছে। কয়েকদিন পরেই যে ধান পরিপুষ্ট হয়ে উঠতো কৃষকের গোলায়, গত শনিবার ভোররাতে হঠাৎ বৃষ্টি আর দমকা হাওয়ায় নুইয়ে পড়েছে সেসব ধান গাছ।
অনেক জায়গায় ডুবে গেছে ধানের শীষ। দিনাজপুরের ১৩টি উপজেলাতেই ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। একজন কৃষক বলেন, ধানগুলো তো ভালো পাওয়া যাবে না। যে কয়েকটা গাছ দাড়িয়ে আছে, যদি এমন আবহাওয়া চলতেই থাকে তাহলে সেগুলোও পড়ে যাবে।
পড়ে যাওয়া গাছ থেকে কিছুটা ধান পাওয়া যাবে। শুধু ধানক্ষেতেই নয়, কৃষকদের রোপণ করা আলু ক্ষেতেও পানি জমেছে। ফলে মাটির নিচেই পচে নষ্ট হবে বীজ। আর এমন অবস্থায় বাড়বে উৎপাদন খরচ। ইতোমধ্যেই নুইয়ে পড়া ধানক্ষেত, আলুক্ষেতসহ ক্ষতির মধ্যে পড়া জমির পরিমাণ নিরূপণ করেছে কৃষি বিভাগ।
দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ—পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন বলেন, প্রাথমিক হিসাবে ধানের জমি আক্রান্ত হয়েছে ৫৮১ হেক্টর, আলু ক্ষেত ২৩ দশমিক ৫ হেক্টর এবং সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে ২২ দশমিক ৫ হেক্টর। মাঠ কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিতে।
পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটে আমন ধান ও শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁয়াজ ও আলু ক্ষেতের ক্ষতি হয়েছে।
বিডি/এএন


































