জুলাই অভ্যুত্থানের দুই আহত শিক্ষার্থী এবার চাকসু নির্বাচনে

জুলাই অভ্যুত্থানের দুই আহত শিক্ষার্থী এবার চাকসু নির্বাচনে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৪, ১১ অক্টোবর ২০২৫

তিন দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় গুরুতর আহত দুই শিক্ষার্থী।

শিক্ষার্থীদের স্বার্থে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তনের দাবি তুলে আসা এই দু’জন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে একজন হলেন বাংলা বিভাগের শুভ হোসেন। ২০২৪ সালের উত্তাল জুলাইয়ে ছাত্রলীগের গুলিতে তিনি একটি চোখ হারান। প্রতিবন্ধকতা জয় করে শুভ এবারের নির্বাচনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার লক্ষ্য শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যাওয়া।

অপরজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহবুবুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন এবং রক্তমাখা মুখ সেই সময় আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। মাহবুব ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উভয় প্রার্থীই গতানুগতিক ছাত্রনেতৃত্বের বাইরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা সাহস ও দৃঢ়তার সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে জয়ী হলে তারা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশ্বাস দিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement