সাইন্সল্যাব মোড় অবরোধে ঢাকা কলেজ শিক্ষার্থীরা

Published : ১১:১৭, ১২ অক্টোবর ২০২৫
অধ্যাদেশ বাতিল ও স্বতন্ত্র মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবিতে বিক্ষোভে নেমেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করে তারা আন্দোলন শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে সাইন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন” বাতিলের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং অধ্যাদেশ প্রত্যাহারের আহ্বান জানায়।
শিক্ষার্থীরা দাবি করছে, নতুন আইনের মাধ্যমে কলেজের স্বতন্ত্র কাঠামো ক্ষুণ্ণ হতে পারে, তাই তারা আগের অবস্থান বজায় রাখার পক্ষে। অবরোধের কারণে এলাকায় যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে...
বিডি/এএন