চাকসু নির্বাচনে জয়ী সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসু নির্বাচনে জয়ী সাদিক কায়েমের ভাই আবু আয়াজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১২, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বর্তমানে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ওই হলের আবাসিক শিক্ষার্থী।

এবারের চাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল বিপুল জয় পেয়েছে। মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা, আর বাকি দুটি পদে জয় পেয়েছে ছাত্রদল-সমর্থিত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী,

ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত ইব্রাহিম রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট,

জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট,

আর এজিএস পদে ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট।

এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদে শিবির প্যানেলের বাইরে থেকে দুটি পদে জয় পেয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল। তারা হলেন—

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আইয়ুবুর রহমান তৌফিক,

এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি।

সব মিলিয়ে এবারের চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিতদের প্রভাব ছিল স্পষ্ট, আর স্বতন্ত্র ও ছাত্রদল-সমর্থিত প্রার্থীরা সীমিত সংখ্যক পদে সাফল্য পান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement