বিশ্ববিদ্যালয়ে হামজাকে নিতে চান রাবির ক্রীড়া সম্পাদক নার্গিস

বিশ্ববিদ্যালয়ে হামজাকে নিতে চান রাবির ক্রীড়া সম্পাদক নার্গিস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৮, ১৭ অক্টোবর ২০২৫

নানা নাটকীয়তার পর শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচনের ফলাফলে ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হন ফুটবলার নার্গিস খাতুন।

বিজয়ী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেশের ফুটবলের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনার পরিকল্পনা প্রকাশ করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর সব কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত হওয়ার পর নার্গিস খাতুন জানান, তিনি এই মুহূর্তে চেষ্টা করবেন বাংলাদেশের খ্যাতনামা ফুটবল তারকা হামজা দেওয়ান চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাতে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং শিক্ষার্থীদের ভালোবাসা পৌঁছে দিয়েছেন।

নার্গিস খাতুন রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে সক্রিয় নার্গিস জাতীয় নারী ফুটবল দল এবং অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬, অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–১৯ জাতীয় দলের হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া তিনি বসুন্ধরা কিংস নারী দলের হয়ে খেলেছেন।

নির্বাচিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “আসসালামু আলাইকুম, রাকসুতে আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি, আলহামদুলিল্লাহ। এটি আমার জন্য গর্বের ও সম্মানের বিষয়। আমি শুধু জয়ী হইনি, জয়ী হয়েছেন আমাকে ভোট দেওয়া প্রত্যেক ভোটার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা দলবলের ভেদাভেদ না করেই যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করেছেন।

আমি কৃতজ্ঞ এবং দায়বদ্ধ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের প্রতি। ইনশাল্লাহ, আমি আমার দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। সকলের দোয়া কামনা করছি।”

নার্গিস খাতুনের এই বিজয় ক্রীড়া অঙ্গনের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement