মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: প্রধান আসামি গ্রেপ্তার
Published : ১৩:৪৭, ১০ ডিসেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) বরিশাল থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকেই গৃহকর্মী আয়েশা পলাতক থাকায় তাকে কেন্দ্র করেই পুলিশের সন্দেহ জোরালো হয়।
নিহত নাফিসার বাবা আ. জ. ম. আজিজুল ইসলাম—যিনি রাজধানীর উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন—মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় আয়েশার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ ও অন্যান্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি/এএন
































