১০ ঘন্টা নিয়ন্ত্রণে আসে নাই চট্টগ্রামে প্লাস্টিক কারখানার আগুন

১০ ঘন্টা নিয়ন্ত্রণে আসে নাই চট্টগ্রামে প্লাস্টিক কারখানার আগুন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৫, ১৬ আগস্ট ২০২৫

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে শুক্রবার রাত ২টার দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে দুটি ঝুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের বসতঘর পুড়ে গেছে। আগুনের সূত্রপাত রাত ৪টা ৪৫ মিনিটের পর থেকে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, চন্দনপুরা, লামারবাজার, আগ্রাবাদ ও কালুরঘাট স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর্যন্ত আগুন নির্বাপণের কাজ অব্যাহত ছিল। স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অনুমান, দ্রুতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement