নিউজিল্যান্ডকে মাত্র ১৪৭ রানে আটকে দিলো বাংলাদেশ

Published : ১৩:৩১, ৫ মে ২০২৫
জাতীয় দলের অভিজ্ঞতা ‘এ’ দলের ব্যানারে নিয়ে যেন ঝড় তুলেছে বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে একচ্ছত্র আধিপত্য দেখালেন খালেদ আহমেদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনরা।
নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস থেমেছে মাত্র ১৪৭ রানে, যেখানে একা ডিন ফক্সক্রফট লড়াই চালিয়ে গেছেন ৭২ রানের ইনিংস খেলে।
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সিলেটে প্রথম সেশনেই নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে চুরমার হয়ে যায়। ১০ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে মাত্র ২১ রান, আর ততক্ষণে হারিয়ে বসেছে ৪ উইকেট! বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত লাইন ও লেংথে দিশেহারা হয়ে পড়ে কিউই ব্যাটাররা।
প্রথম সারির ব্যাটাররা কিছুই করতে না পারলেও শেষ উইকেটে ফক্সক্রফট ও লিস্টার মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ৬২ রান, যা না হলে আরও বিব্রতকর স্কোরেই থামতে হতো সফরকারীদের।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ও পেসার খালেদ আহমেদ-দুজনেই নেন তিনটি করে উইকেট। পেসার শরিফুল ও এবাদত তুলে নেন ২টি করে উইকেট।
বিডি/ও