অবিরাম বৃষ্টিতে নয়াদিল্লি প্লাবিত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে শহরের পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রেড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ এবং নিজামউদ্দিন ফ্লাইওভারসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।