দেশের উত্তরাঞ্চলে গত কয়েক দিন ধরে বইছে শীতল হাওয়া। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডার তীব্রতা। বিকেল নামতেই বাতাসে আসে শীতের ছোঁয়া, রাত বাড়লে সেই ঠাণ্ডা আরও গভীর হয়। মনে হচ্ছে, শীত যেন দরজায় এসে কড়া নাড়ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ অবস্থা আরও কয়েক দিন চলবে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমে আসবে। ইতোমধ্যে রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের শুরুতেই শীতের ইঙ্গিত দিচ্ছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমে যেতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুরসহ আশপাশের জেলাগুলোর কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
একই সঙ্গে দেশের বেশিরভাগ অঞ্চলে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় দিনের বেলায় শীতের প্রভাব তেমন অনুভূত হবে না।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে—আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে নভেম্বরের মাঝামাঝি নাগাদ শীতের আমেজ সারা দেশেই ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।


































