ফের ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

ফের ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৮, ২২ নভেম্বর ২০২৫

ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীসহ আশপাশের এলাকায় হালকা কম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পের মাত্রা কত ছিল—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে এ ঘটনার তথ্য প্রকাশ করেছে।

এর আগে একই দিন শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও ঢাকায় ক্ষুদ্র মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। সে ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

এই বড় ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই আবারও কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে সাভারের বাইপাইল এলাকায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার কম্পন রেকর্ড হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি ছোট ধরনের ভূমিকম্প এবং এর কেন্দ্রস্থল ছিল বাইপাইল।

শুক্রবার সকালে যে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল, তাতে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জ মিলিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়—যার মধ্যে ছিল দুই শিশু। এ ছাড়া বিভিন্ন জেলায় বহু মানুষ আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে আরও তথ্য আপডেট পাওয়া মাত্র যোগ করা হবে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement