দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে হঠাৎ করে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে শুরু করেছে। আবহাওয়া বিভাগের আশঙ্কা, এই নিম্নচাপটি বুধবার (২৬ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এর মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম ঠিক করা হয়েছে ‘সেনিয়ার’, যার অর্থ সিংহ।
বাংলাদেশ ও ভারতের আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শনিবার (২২ নভেম্বর) যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়া বিভাগগুলোর বিশেষ বার্তা
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) এর মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আঘাত হানবে—তা এখনো পরিষ্কার নয়। আপাতত আন্দামান অঞ্চলে তীব্র ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি জেলা এবং তরাই–ডুয়ার্স অঞ্চলের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। একইভাবে দক্ষিণবঙ্গেও দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনো ওঠানামা দেখা যাবে না।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও ডুয়ার্স অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



































